বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা গ্রামের শেরেবাংলা বাজার এলাকায় তাহিম ফকির নামে দেড় বছর বয়সের এক শিশু পানিতে পড়ে মারা গেছে। রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
মৃতের চাচা জাকির হোসেন ফকির জানান, দুপুরে খেলার ছলে সবার অলক্ষ্যে নিজ বাড়ির পুকুরের পানিতে পড়ে যায় তাহিম ফকির। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে এক পর্যায় পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে নিয়ে যায়। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানার ওসি মো. কামরুল হাসান জানান, পানিতে ডুবে একটি শিশুর মৃত্যুর খবর তিনি শুনেছেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হবে।
বিডি প্রতিদিন/এএম