নেত্রকোনার নতুন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেছেন, জেলায় মাদক নিয়ন্ত্রণ ও জুয়া বন্ধের পাশাপাশি তথ্য সন্ত্রাস বন্ধে সাইবার ক্রাইম টিম গঠন করা হবে। সেই টিমের কাজ হচ্ছে বিভিন্ন অনলাইন পেজ মনিটরিং করে তাদের তথ্য পাঠানো হবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন বরাবর।
পুলিশ সুপার হিসেবে যোগদানের পর রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এছাড়া ইভটিজিং এবং কিশোর গ্যাং অপরাধ বন্ধে সম্মিলিত পদক্ষেপ নেবেন। সেই সাথে কোনো মানুষ যেন পুলিশের কাছ থেকে কালো মুখে ফিরে না যায়, তার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
পুলিশ সুপার বলেন, কারো বিরুদ্ধে যদি অসহযোগিতার তথ্য পাওয়া যায়, সেভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া পুরো পুলিশ বিভাগ এবং জেলা পুলিশ যাতে বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, যেজন্য প্রতি মুহূর্তে কাজের ক্ষেত্রে পুলিশকে সতর্ক হয়ে কাজ করতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাংবাদিক আলপনা বেগম, এ কে এম আব্দুল্লাহ, সোহান আহমেদসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।
বিডি প্রতিদিন/এমআই