বগুড়ায় সারের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুর ১২টার দিকে গাবতলী উপজেলার গোলাবাড়ি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেন বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় জেলা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
ইফতেখারুল আলম রিজভী জানান, সরকারি মূল্যের চেয়ে ইউরিয়া সার বেশি মূল্যে বিক্রয়ের অপরাধে দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরণের তদারকি অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল