মেহেরপুরে শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে শহিদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহরুল হক, বিশেষ অতিথি আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন শাহানাজ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মনিরুল ইসলাম, অভিভাবক শিপ্রা খাতুন ও আলেয়া খাতুন প্রমুখ।
বিডি প্রতিদিন/কালাম