সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মতাবপুর গ্রামের বাসিন্দা সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদকে (৭২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
আজ মঙ্গলবার বাদ আছর সুনামগঞ্জ সদ উপজেলার তেঘড়িয়া ঈদগাগ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
দাফনের আগে তার প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করা হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সেনাবাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করেন।
মরহুমের কফিনে সালাম প্রদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তারা বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পারিবারিক সূত্র জানায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ প্রায় একমাস ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিনগত রাত পৌনে এগারোটার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পৃথিবীর মায়াত্যাগ করে প্রস্থান হলেও আওয়ামী লীগের ভেতরে তথা দেশ সেবায় স্বর্ণাক্ষরে লিখে রেখে গেছেন নিজের নামটি। শেষ জীবনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা সাক্ষাতের চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত আর হয়ে উঠেনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
বিডি প্রতিদিন/এএ