নাটোরের লালপুরে পানি নিষ্কাশন নিয়ে দুই পক্ষের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে নাগশোষা এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুলিবিদ্ধ মো. রজবসরদার (৩৫) উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে নাগশোষা এলাকার ফজর সরদারের ছেলে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, মঙ্গলবার দুপুরে বৃষ্টির পানি নিষ্কাশনের জেরে দু’পক্ষের সংঘর্ষ হয়। এসময় একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে স্বজনরা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা ও এক রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল