চা বাগানের শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত চা শ্রমিক শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার শ্রীমঙ্গলে ডিনস্টোন চা বাগানে বাংলাদেশ চা বোর্ড থেকে দেশের চা বাগানগুলোতে কর্মরত শ্রমিক সন্তানদের মধ্যে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
বাংলাদেশ চা বাগান শ্রমিক শিক্ষা ট্রাস্ট ফান্ড থেকে শ্রমিক সন্তানদের হাতে বৃত্তির চেক তুলে দেন চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হক।
চা বোর্ড সূত্রে জানা যায়, এবছর বাংলাদেশ চা বাগান শ্রমিক শিক্ষা ট্রাস্ট ও বাংলাদেশ চা বোর্ড থেকে ২৫১৯ জন মেধাবী শিক্ষার্থীকে ২৬ লাখ ২৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। চা বাগানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত দ্বিতীয় থেকে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এসএসসি, এইচএসসি ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে এই অনুদান দেওয়া হয়। এর মধ্যে ৬১ জন শ্রমিকের কন্যা বিয়ের জন্য এবং ৩৪ জনকে দেওয়া হয়েছে বিশেষ কল্যাণ অনুদান। শ্রমিক সন্তানদের শিক্ষা গ্রহণে উৎসাহ এবং তাদের শিক্ষার মানোন্নয়নে চা বোর্ড এই বৃত্তিমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।
চেক বিতরণ অনুষ্ঠনে বক্তব্য দেন ডিনস্টোন চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির মজুমদার। উপস্থিত ছিলেন প্রকল্প উন্নয়ন ইউনিটের সহকারী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জান আকন্দ, র্যানার স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক, ডিনস্টোন চা বাগানের সহকারী ব্যবস্থাপক, বাগান পঞ্চায়েত সভাপতি ও সাধারণ সম্পাদক ও রাজঘাট ইউনিয়ন পরিষদ সদস্যরা।
বিডি প্রতিদিন/এমআই