জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে ২য় দিনের মত ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় (পিআইও) কর্মকতা-কর্মচারীগণ অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করে। আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত অর্ধদিবস পর্যন্ত চলবে এ কর্মবিরতি।
সরেজমিনে দেখা যায়, সকাল ৯টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পিআইও অফিসে সেবা না পেয়ে ফিরে যেতে দেখা গেছে সেবাগ্রহীতাদের।
কর্মবিরতিতে অংশ নেয়া হালুয়াঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ার শামীম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২ কার্যকর হয়েছে প্রায় এক যুগ আগে। অথচ এর আওতায় কর্মরত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) জনবলকাঠামো ও নিয়োগবিধি এখনো অনুমোদন হয়নি। পদ দুটির আপগ্রেডেশন প্রস্তাবও পড়ে আছে মন্ত্রণালয়ে।
সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্য পদ পদোন্নতি ও চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণসহ ৫ দফা দাবি বাস্তবায়ন চায়। তাই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে টিকিয়ে রাখার স্বার্থে ১২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি চলবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী কাম- কম্পিউটার অপারেটর মোঃ নিজাম উদ্দিন, কার্য সহকারী শাহরিয়া হাসান, অফিস সহায়ক আবুল কাশেম।
বিডি প্রতিদিন/এএ