পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাত মাদক মামলার আসামী নুর ইসলাম বাবু ওরফে পোল্টি বাবুুকে (৩৫) ফেন্সিডিলসহ আটক করেছে পুলিশ। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে তাকে পাঠানো হয়েছে। গত সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চান্দামারী এলাকায় তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আটককৃত পোল্টি বাবু ওই এলাকার আনারুল হকের ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার পুলিশের এসআই দীনবন্ধুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সদর ইউনিয়নের চান্দামারী এলাকায় চিহ্নিত মাদককারবারী পোল্ট্রি বাবুর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বসতভিটার গোয়ালঘর সংলগ্ন মাটির নিচ থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
এলাকাবাসি ও পুলিশ জানায় নুর ইসলাম বাবু এক সময় পোল্ট্রি মুরগীর ব্যবসা করতো। এ ব্যবসা থেকেই হঠাৎ করে মাদককারবারী হয়ে উঠে। এরপর সে নুর ইসলাম বাবু থেকে পোল্টি বাবু হয়ে উঠে। সে এলাকার কিশোর-তরুণসহ বিভিন্ন বয়সীদের কাছে বিভিন্ন ব্রান্ডের মাদক বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সেসব মামলায় তাকে আটক করা হলেও কদিন পর জেল থেকে বের হয়ে আবারও শুরু করে মাদক ব্যবসা।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, মাদকের বিষয়ে কোন ছাড় নেই। নুর ইসলাম বাবু ওরফে পোল্টি বাবু মাদকের ৭টি মামলার আসামী। তাকে সোমবার রাতে তার বাড়ি থেকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ