ফরিদপুরের বোয়ালমারীতে তীব্র আকার ধারণ করেছে বখাটেদের উৎপাত। মাঝে মাঝেই স্কুল-কলেজগামী ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্তসহ শারীরিকভাবে নির্যাতনের ঘটনা ঘটছে। এমনই একটি ঘটনায় মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী দুই শিক্ষার্থীর বাবা। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তেলজুড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কয়েকজন অভিভাবক সদস্য।
অভিযোগ সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের তেলজুড়ী উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থী দুই বোন। তারা সোমবার স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছিলেন। এসময় একই ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের আব্দুল মান্নান মোল্লার বখাটে ছেলে আল আমিন মোল্লা ও একই গ্রামের আব্দুল আলিমের ছেলে মো. আলাউদ্দিনসহ আরো কয়েকজন বখাটে ওই শিক্ষার্থীদের পথিমধ্যে গতিরোধ করে নানাভাবে উত্ত্যক্তসহ যৌন হয়রানির চেষ্টা চালায়। এক ছাত্রী উত্ত্যেক্তের প্রতিবাদ করলে বখাটেরা তাকে শারীরিকভাবে নির্যাতন করে। ঘটনার সময় তার বোন এগিয়ে এলে তার উপরও হামলা চালায় বখাটেরা। দুই শিক্ষার্থীর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বখাটেরা তাদের দুই বোনকে ঘটনাটি কাউকে না বলার জন্য প্রাণ নাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তেলজুড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. মোস্তফা, ইলিয়াস মোল্যা, জাহিদ খন্দকার, আজিজুল সরদার।
ছাত্রীদের উত্ত্যেক্তের লিখিত অভিযোগ পাওয়া বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইন বলেন, অভিযোগ পেয়ে বিষয়টি নিয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিষয়টি নিয়ে কথা হয়েছে। স্কুল-কলেজে এ ধরণের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে সেজন্য সংর্শ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের জানান, ভুক্তভোগির বাবা লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল