শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের তিনদিন পর মোশারফ হোসেন নামে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার শেরপুর- শ্রীবরদী সড়কের লঙ্গরপাড়া গলাকাটা ব্রিজের পাশের পানির ডুবা থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত মোশারফ হোসেন (৪৪) উপজেলার কুড়িকাহনীয়া এলাকার মৃত জাকির হোসেন বাতাশুর ছেলে। মোশারফ গত ১১ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিল।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মোশাররফ হোসেন গত ১১ সেপ্টেম্বর রাত ১১টার দিকে অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতে ফিরে না আসায় পরদিন তার ছেলে হৃদয় মিয়া (১৭) থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ মঙ্গলবার সকালে ক্ষতবিক্ষত ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী কামরুন্নাহার জানান, তার স্বামী প্রতিদিন রাতে অটোরিকশা চালাতেন। ওই দিন আর ফিরে আসেনি। পরদিন থানায় সাধারণ ডায়েরী করা হয়। পরে অপহরণকারীরা ফোন দিয়ে টাকা দাবী করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ব্যাপারে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন।
বিডি প্রতিদিন/এএ