গোপালগঞ্জের সাতপাড় সরকারি নজরুল কলেজ ছাত্রলীগের অজয় বিশ্বাসকে সভাপতি ও মো. লিমন মোল্লাকে (বাঙালি) সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ছাত্রলীগ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার স্বাক্ষরিত ছাত্রলীগের প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
সভাপতি অজয় বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. লিমন মোল্লা বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করছি। আগামী এক বছরের জন্য আমাদের সরকারি নজরুল কলেজ সাতপাড় শাখার দায়িত্ব দিয়েছে আমাদের প্রাণপ্রিয় নেতা জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সততার সাথে সেই দায়িত্ব পালন করব।
বিডি প্রতিদিন/এমআই