শেরপুর জেলা শহরের প্রাণ কেন্দ্র খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে ঢাকাগামী বাস চাপায় ব্যটারি চালিত অটোরিক্সা চালক মজনু (৬২) নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরো ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
এদের মধ্যে জবেদা নামে এক নারীর অবস্থা আশংকাজনক। তার বাড়ি জামালপুর জেলার দিগপাইত গ্রামে। এছাড়া আহত অন্যান্যরা হলো, আপন (২০) ও আব্দুর রব।
স্থানীয়রা জানায়, আজ ১৪ সেপ্টেম্বর বেলা ১২ টার দিকে জেলা শহরের খোয়ারপাড় শাপলা চত্বরে ঢাকা থেকে জামালপুর জেলার বকশিগঞ্জগামী যমুনা পরিবহন (ঢাকা মেট্টা-ব-১৫০৬১৪) অটোরিক্সার ওপর উঠিয়ে দেয়। এসময় অটো-চালক মজনু পাগল ঘটনাস্থলেই মারা যান। আহত তিন ৩ যাত্রীকে সদর সরকারী হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানায়, বাসের চালক পালিয়ে গেলেও বাস আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং আইনগত কার্যাদি সম্পন্ন করা হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল