নেত্রকোনায় পূজাকে সামনে রেখে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে সামাজিক সম্প্রীতি নিয়ে সরকারি নির্দেশনা পালন নিয়ে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেক, মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা পূজা উদযাপন পর্ষদের সদস্য পঙ্কজ কুমার সাহা, সিংহের বাংলা ইউপি চেয়ারম্যান মো. আলী আহসান সুমন, কে গাতী ইউপি চেয়ারম্যান আলী আমজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক, সাংবাদিক আলপনা বেগম, শিক্ষার্থী গাজী মিথিলাসহ অনেকেই।
অনুষ্ঠিত উপজেলা কমিটির সভায় ১২টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এছাড়াও ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী, নারী সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকলকে সহিষ্ণু হবার আহবান জানান ইউএনও। আসন্ন পূজা উদযাপন উপলক্ষে বিশেষ সতর্ক থাকার জন্য সভায় বেশি গুরুত্বারোপ করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা