ফরিদপুরের বোয়ালমারীতে ৬ শত ১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আটক মাদক কারবারির নাম মো. নাজমুল ইসলাম রিপন সে উপজেলা গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রামে মো. হাবিবুর রহমানের ছেলে।
দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায, ১৬ সেপ্টেম্বর দুপুর ২ ঘটিকায় বোয়ালমারী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের শ্যামল সাহার ইটের ভাটার পাশ থেকে তাকে আটক করে ডিবি। দীঘদিন যাবৎ রিপন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করে। পুলিশের উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে বোয়ালমারী থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন।
বোয়ালমারী থানা ভারাপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল ওহাব এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/এএম