কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার জালিয়া পাড়ার মৃত মুজাহার আলীর ছেলে মোঃ ইব্রাহিম (৩১) ও একই এলাকার মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ ওমর ফারুক (৩০)। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কাজী আল আমিন (বিএন)।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে টেকনাফ টু চট্টগ্রামগামী একটি নম্বর বাসে ইয়াবা পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে বিসিজি স্টেশন কমান্ডার টেকনাফের নেতৃত্বে কোস্টগার্ডের একটিদল কেরুনতলী এলাকায় চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন বাসটি চেকপোস্টে আসলে থামানো হয়। এসময় দুইজন ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে ঐ দুইজন ব্যক্তিকে তল্লাশি করে তাদের বসার সিটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় একটি কালো রংয়ের রেপিং করা প্যাকেট থেকে ২হাজার ২শ পিস ইয়াবাসহ দুই মাদক পাচাকারীকে আটক করা হয়েছে। ওই সময় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এএম