নেত্রকোনার মদনে পরীক্ষা দিয়ে ইজিবাইকে বাড়ি ফেরার পথে লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ইজিবাইকের যাত্রী পাঁচ এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। আহত সাত জনের মধ্যে গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে নেত্রকোনা-মদন সড়কের বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন মদন উপজেলার কেশজানি বিদ্যা নিকেতনের সুর্বনা আক্তার, আনোয়ার হোসেন, জেরিন আক্তার, তাসলিমা আক্তার, লাহেছ মিয়া, ইজিবাইক চালক মাসুম মিয়া ও লড়ি চালক রাসেল মিয়া।
তাদের মধ্যে শিক্ষার্থী সুর্বনা আক্তার ও আনোয়ার হোসেন গুরুতর আহত হলে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মদন উপজেলার কেশজানি বিদ্যা নিকেতনের শিক্ষার্থীদের এস এস সি পরীক্ষার কেন্দ্র করা হয়েছে পার্শ্ববর্তী আটপাড়া উপজেলার তেলিগাতি ডিগ্রি কলেজে। প্রথম দিনের ন্যায় শনিবার দ্বিতীয় দিনের পরীক্ষা দিয়ে দুপুরে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন ৫ জন শিক্ষার্থী। তেলিগাতি থেকে নেত্রকোনা-মদন সড়কের বটতলা নামক স্থানে পৌঁছাতেই কেন্দুয়া থেকে আসা রড বোঝাই একটি লড়ি গাড়ি ইজবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুটোই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে গেলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে আহতদেররকে হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার শায়ন্তনী শর্মা জানান, দুজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। ধারণা করা হয়েছে তাদের হাত ও পা এর হাড় একাধিক স্থানে ভেঙে গেছে। দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের মদন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল