কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাকক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুজ্জামান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সমাজে শৃঙ্খলা বজায় থাকে। চুয়াডাঙ্গা প্রেসক্লাব তাদের ঐতিহ্য মতো আগামীতেও সৎ ও সাহসী সাংবাদিকদের উৎসাহিত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আগে একই স্থানে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর