দিনাজপুরের বীরগঞ্জের ঝাড়বাড়িতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পরিত্যক্ত অফিসের জায়গায় রাতে মাদকের আখড়ায় পরিণত হয়েছে।
স্থানীয়রা জানায়, তৎকালীন পাকিস্তান আমলে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়িতে পাউবো’র আঞ্চলিক অফিস ছিল। তখন দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়কে ঘিরে এ অফিসটি চালু ছিল। কিন্তু বীরগঞ্জ উপজেলা সদরে অফিস হওয়ার পর ওই অফিসের কার্যক্রম বন্ধ হয়ে পরিত্যক্ত হয়ে পড়ে।
সেখানকার বিল্ডিংগুলো পুরাতন ও জরাজীর্ণ। জানালা-দরজা ভঙ্গুর অবস্থায়। গাছ-গাছড়ায় ভরা জায়গাটির চারিদিকে বাউন্ডারি দেয়াল ও গেইট না থাকায় বেহাল দশা হয়ে পড়ে আছে। অফিস ঘরগুলো অযত্নে পড়ে থেকে নষ্ট হয়ে পড়েছে। সেখানে দেখভালের জন্য পানি উন্নয়ন বোর্ডের কেউ না থাকায় এখন রাতে মাদক, জুয়াসহ অপরাধের আখড়ায় পরিণত হয় বলে জানায় স্থানীয়রা।
পানি উন্নয়ন বোর্ড দিনাজপুরের সহকারী রাজস্ব কর্মকর্তা প্রশান্ত কুমার জানান, বীরগঞ্জের ঝাড়বাড়িতে পরিত্যক্ত পানি উন্নয়ন বোর্ডের জায়গাটি ২-৩ একর হতে পারে। দেখভালের কোনো কর্মচারী ওখানে নেই।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানান, ঝাড়বাড়িতে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত জায়গায় নতুন করে অফিস কলোনি করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর