ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তার নাম মো. শামীম (৩০)। তিনি উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মিনারকোট গ্রামের মো. ইউনুস মিয়ার ছেলে।
আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে দরুইন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ হাতে-নাতে আটক করা হয়। আখাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর