টাঙ্গাইলের সখীপুরে উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হামলায় নিহত মাজহারুল ইসলামের (২১) খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের এলাকাবাসী ও শিক্ষার্থীরা। আজ বিকেল ৪টায় পৌরসভার মোখতার ফোয়ারা চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয় পাঁচ শতাধিক নারী পুরুষ।
বখাটেদের হামালা নিহত হওয়ার ছয় দিন পার হলেও মাজহারুলের খুনিদের গ্রেফতার করতে না পারায় প্রশাসনের প্রতি দৃষ্টি আর্কষণ করে বক্তব্য দেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ হোসেন, কাকড়াজান ইউনিয়নের চেয়ারম্যান মো. দুলাল হোসেন, সাবেক নিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান, আসলাম সিকদার নোভেল প্রমুখ।
মাজহারুলের বাবা আ. মালেক মিয়া বলেন, ‘প্রশাসনের কাছে অনুরোধ জানাই আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের মধ্যে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও বখাটে রয়েছে। আমি তাদের ফাঁসি চাই।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল