ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে নবজাতক শিশু চুরির অভিযোগে খাদিজা খাতুন নামের এক নারীকে আটক করেছে পুলিশ। সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, সোমবার দুপুরে শৈলকুপা উপজেলার পুটিমারি গ্রামের রাসেল হোসেনের ৫ দিন বয়সী কন্যা শিশুকে ছাড়পত্র দেয় চিকিৎসক।
পরিবারের লোকজন বাড়িতে যাওযার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেসময় খাদিজা খাতুন নামের ওই নারী শিশুটিকে কৌশলে কোলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ৫ম তলা থেকে লিফটের নিচে এলে শিশুটির পরিবারের লোকজন টের পেয়ে তাকে বাধা দেয়। পরে স্থানীয়রা তার কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে ওই নারীকে পুলিশে হস্তান্তর করে।
খাদিজা খাতুনের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার বাড়ী বাথান গ্রামের ঝন্টুর তালাকপ্রাপ্ত স্ত্রী ও বানিয়াকান্দর গ্রামের মৃত সোনাউল্লাহর মেয়ে।
বিডি প্রতিদিন/এএম