দিনাজপুরের বোঁচাগঞ্জ ও কাহারোলে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার এবং ভেজাল কীটনাশক বিক্রয় করায় দু’টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বোঁচাগঞ্জ ও কাহারোলে তদারকির আওতায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি।
মমতাজ বেগম রুনি জানান, সোমবার বোঁচাগঞ্জ উপজেলায় একটি ডায়াগনস্টিক সেন্টারকে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে কাহারোল উপজেলা কৃষি অফিসার আবু জাফর সাদেকের সহযোগিতায় গড়েয়া হাট এলাকায় ভেজাল কীটনাশক বিক্রয়ের অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৪১ ধারায় ২০ হাজার টাকা জরিমানাসহ মোট ৩০ হাজার টাকা আদায় করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন