দিনাজপুরের কাহারোলে উন্নত ও সুরক্ষিত জীবিকায়নের জন্য ৫শ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিতদের মাঝে ৫ হাজার টাকা করে মোট ২৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার কাহারোল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিতদের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে হেক্স/ইপারের সহযোগিতায় উন্নত ও সুরক্ষিত জীবিকায়নের জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিতদের মাঝে ২৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, ইএসডিও রিভাইভ প্রকল্প সমন্বয়কারী মো. মাহাবুবুল হক, ইএসডিও রিভাইভ প্রকল্প অফিসার মো. রাজিউর রহমান রাজু প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ