ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোশারফ হোসেন (৩৬) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের লাউতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মোশারফ উপজেলার ত্রিলোচাঁনপুর ইউনিয়নের গবরডাঙ্গা গ্রামের বাহার আলীর ছেলে।
জানা গেছে, সকালে বাড়ি থেকে বের হয়ে উপজেলার লাউতলায় আসছিল। এসময় ওই কৃষক রাস্তা পার হতে যায়। সে সময় দ্রুতগামী অজ্ঞাতনামা একটি বাস তাকে সাজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহীম মোল্লা।
বিডি প্রতিদিন/এএম