বরগুনার তালতলীতে স্থানীয় সরকার ও জাইকার অর্থায়নে এবং উপজেলা পরিষদের পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের কর্মশালায় ভাড়ায় চালিত মোটরসাইকেল ও ইজিবাইকের ৮০ জন চালক কর্মশালায় অংশগ্রহণ করেন।
সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সাদিক তানভীরের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজবি-উল-কবির। এ সময় আরো উপস্থিত ছিলেন ট্রাফিক টিআই বদরুদ্দোজা, ওসি (তদন্ত) মো. ফরিদ উদ্দিন ও জাইকার ইউডিএফ মো. মোত্তালেব হোসেন প্রমুখ।
উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, সবসময় সতর্ক থেকে গাড়ি না চালালে যাত্রী, চালক ও পথচারীরা যেকোনো ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। বিষয়টি বিবেচনায় এনে গাড়ি চালাতে হবে। কর্মশালায় বেপরোয়া গতিতে গাড়ি না চালানো, ওভারটেকিং এড়িয়ে চলা ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা না বলাসহ ট্রাফিক আইনের বিভিন্ন বিষয় নিয়ে ধারণা দেওয়া হয়। এছাড়া সকলকে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই