ভুটানের সিএনএফ ব্যবসায়ীর মৃত্যুতে লালমনিরহাটের বুড়িমারী ও চ্যাংড়াবান্ধা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকে। তবে বেলা ২টার পর থেকে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত দুই দেশের ব্যবসায়ীরা পরিবারের প্রতি সমবেদনা জানাতে আমদানি-রপ্তানি বন্ধ রাখেন।
বুড়িমারী স্থলবন্দর সূত্র জানায়, ভুটানের সিএনএফ ব্যবসায়ী যাদব চন্দ্র (৫০) অসুস্থতা জনিত কারণে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে সমবেদনা জানাতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ-ভারত-ভুটান ত্রিদেশীয় ব্যবসা-বাণিজ্যের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। দুপুর ২টার পর থেকে আবারও ত্রিদেশীয় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।
সিএনএফ ব্যবসায়ী যাদব চন্দ্র ভারতের কুচবিহারের চ্যাংড়াবান্ধায় বাড়ি। সে দীর্ঘদিন থেকে ভুটানে সিএনএফ ব্যবসার সাথে জড়িত।
বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সাঈদ বলেন, ভুটানের সিএনএফ ব্যবসায়ীর মৃত্যুতে সমবেদনা জানাতে ও মরদেহ দাহ করা পর্যন্ত ভারতের চ্যাংড়াবান্ধার সিএনএফ ব্যবসায়ীরা ৫ ঘণ্টা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখেন। এক্ষেত্রে বুড়িমারী স্থলবন্দরে কার্যক্রম বন্ধ থাকে।
বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কবির বলেন, দুই দেশের সিএনএফ ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক ভুটানের সিএনএফ ব্যবসায়ীর মৃত্যুতে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। দুপুর ১টার পর থেকে আবারও কার্যক্রম শুরু হয়েছে। এ সময় দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা পারাপার করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন