ফরিদপুর শহরের গোয়ালচামটস্থ পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত পিয়ারলেস হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে জেলা প্রশাসনের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভোক্তাদের লিভারের টেস্ট, এক্সরেসহ বিভিন্ন সেবা কার্যক্রমের মূল্য প্রদর্শন না করা, বিভিন্ন টেস্টে অধিক মূল্য রাখা, প্যাথলজিতে বিভিন্ন টেস্টে ব্যবহৃত রিয়েজেন্ট মেয়াদ উত্তীর্ণ হওয়ায় যথাযথভাবে সরবরাহ না করা এবং প্যাথলজিস্ট ডাক্তারের পূর্বে সাক্ষর করা ২৮২টি রিপোর্ট প্যাড জব্দকরাসহ অনিয়ম ধরা পড়ে। এসময় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের দুটি ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলার সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ জানান, নানা অনিয়য়ের অভিযোগের ভিক্তিতে পিয়ারলেস হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারনে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানকালে সিভিল সার্জন অফিসের স্যানেটারী ইন্সপেক্টর বজলুর রশিদ খান ও জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন