ঠাকুরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা স্যামুয়েল ডেভিড সামাদসহ উপজেলার মুক্তিযোদ্ধারা।
বিডি প্রতিদিন/এএম