দলীয় নির্দেশ মেনে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ পাবনা জেলা আওয়ামী লীগ।
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা মেনে নির্বাচনী কর্মসূচি পালন ও দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক যৌথসভা শেষে দলীয় নেতাকর্মীরা সাংবাদিকদের এসব কথা জানান।
নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগ একটি সুশৃঙ্খলিত একটি দল। দল যা নির্দেশ দেয় আমরা সেটিই মেনে চলি। এক্ষেত্রে এবারও ঐক্যবদ্ধ হয়ে দলের মনোনীত প্রার্থীকেই বিজয়ী করতে হবে।
বিদ্রোহী প্রার্থীর ব্যাপারে নেতাকর্মীরা জানান, আমাদের এখানে একজন বিদ্রোহী প্রার্থী রয়েছে। তাকে মনোনয়ন পত্র প্রত্যাহার করতে অনুরোধ জানানো হয়েছে। এতেও তার অবস্থান পরিবর্তন না হলে দলীয় ব্যবস্থা নেয়া হবে।
সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের আহ্বানে এবং জেলা সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে একটি যৌথসভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ঈশ্বরদী-আটঘরিয়া আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, ভাঙ্গুড়া-ফরিদপুর-চাটমোহর আসনের সংসদ সদস্য মকবুল হোসেনসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় নবনিযুক্ত ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সংবর্ধনার বিষয়েও আলোচনা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন