কুড়িগ্রামে বিজিবি ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সম্মিলিত অগ্নি নির্বাপক যৌথ মহড়ার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়ন বিজিবির ক্যাম্পে এ মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় যৌথ মহড়ার প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২২-বিজিবির পরিচালক লে. কর্নেল মোঃ আবদুল মোত্তাকিম, মেজর মোহম্মদ আরিফুজ্জামান ও ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোঃ ইউনুছ আলী।
এ প্রশিক্ষণে কুড়িগ্রাম-২২ বিজিবি ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৫ জন সদস্যের সমন্বয়ে একটি সম্মিলিত যৌথ অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় তারা অগ্নি নির্বাপক প্রশিক্ষণের বিভিন্ন ইভেন্ট প্রদর্শন করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন