কক্সবাজারের পেকুয়ায় ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক মাদরাসা শিক্ষককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকালে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুর্বিতা চাকমা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ সাজা দেন।
এর আগে রবিবার বিকল সাড়ে ৪টার দিকে টইটং জামিয়াতুল আল আফকার ইসলামিয়া নুরানি মাদরাসা থেকে অভিযুক্ত আমির হোসেনকে (২৮) আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী জানান, আমির হোসেন তার মাদরাসার এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আমির হোসেনের বাড়ি টেকনাফ উপজেলায়। ১৫ মাস আগে টইটং জামিয়াতুল আল আফকার নুরানি মাদরাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ