ভূট্টা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার সকল ভূট্টাবীজ আমদানীকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সরদার আল আমিন ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর।
সভায় জেলার ভূট্টাবীজ আমদানীকারক ও সরবরাহকারীরা অংশগ্রহণ করেন। বক্তারা উপস্থিত সকলকে জেলার ভূট্টাচাষে নিজ নিজ অবস্থান থেকে আবদার রাখার বিষয়ে গুরুত্বারোপ করতে বলেন।
বিডি প্রতিদিন/এএ