২৭ সেপ্টেম্বর, ২০২২ ২১:২০

শরীয়তপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত

শরীয়তপুরে বিশ্ব পর্যটন দিবস নানা আয়োজনে উদযাপন করা হয়েছে। শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে  দিবসটি উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে, আজ মঙ্গলবার দুপুরে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আলোচনা সভায় শরীয়তপুর জেলাকে একটি সম্ভাবনাময় পর্যটনের জেলা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে গুরুত্বারোপ করা হয়। শরীয়তপুরের পদ্মা মেঘনা ও কীর্তিনাশা নদী, পদ্মা সেতু ও ইতিহাস সমৃদ্ধ স্থানসমূহকে নিয়ে গড়ে উঠতে পারে অন্যতম পর্যটনের খাত। রূপালী ইলিশ আহরন ও ভোজন সুবিধা পর্যটককে আকর্ষণ করবে। 

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গাজী শরিফুল হাসানের সবাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ তালুত, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক, সুধীজন ও ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।  

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর