২৭ সেপ্টেম্বর, ২০২২ ২২:৪৫

বরগুনায় বিশ্ব পর্যটন দিবস পালিত

বরগুনা প্রতিনিধি

বরগুনায় বিশ্ব পর্যটন দিবস পালিত

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে আজ জেলা প্রশাসনের সুরর্ণ জয়ন্তী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাসের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ. রশিদ, আ. মোতালেব মৃধা, পর্যটন উদ্যাক্তা অ্যাড. সোহেল হাফিজ, আরিফ খান, মঈনুল হোসেন এমরান, প্রেসক্লাব সভাপতি অ্যাড. সঞ্জীব দাস, সাংবাদিক মনির কামাল, জাফর হাওলাদার, হোটেল মালিক চৌধুরী ফারুক প্রমূখ।

এবছরের প্রতিপাদ্য বিষয়, 'পর্যটনের নতুন ভাবনা'। বরগুনার পর্যটন সমম্ভবণার প্রাকৃতিক নৈসর্গিক আর বৈচিত্র্যময় সৌন্দর্যকে তুলে ধরতে ব্যক্তি- সামাজিক ও প্রশাসনিক যৌথ উদ্যোগের বিষয়ে গুরুত্ব দেয়া হয়। পর্যটনের সাথে জড়িত সড়ক যোগাযোগ ও নৌ-যোগাযোগের উন্নয়নে সমস্যাসমুহ চিহ্নিত করা, নিরাপত্তার নিশ্চিয়তা, আবাসন ব্যবস্থার উন্নতির বিষয় আলোচনা করা হয়।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর