কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং বাজারে পুলিশ অভিযান চালিয়ে মো. ফারুক প্রকাশ ধনী ফারুক (৩৮) নামে নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মোহাম্মদ ধনী ফারুক টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের হোয়াইক্যং বাজার এলাকার ইউসুফ আলীর ছেলে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরে আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকষ টিম হোয়াইক্যং বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত এবং ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত সাজপ্রাপ্ত আসামি মো. ফারুক প্রকাশ ধনী ফারুককে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামি ফারুক দীর্ঘদিন ধরে পুলিশের অগোচরে থেকে আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামিকে কক্সবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন