ভাঙ্গা পৌরসভার আয়োজনে সামজিক সম্প্রীতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে ভাঙ্গা পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ভাঙ্গা পৌরসভার মেয়র আবু ফয়েজ মো. রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা পূজাউদযাপন কমিটির সভাপতি জগদিশ চন্দ্র মালো, ভাঙ্গা কাসেমূল উলুম ঈদগাহ মাদ্রাসার মোহতামিম মো. তলহা, ভাঙ্গা পৌরসভার সচিব সমীর কান্তি সরকার, পৌর কাউন্সিলর লিয়াকত মোল্লা, আবুল কালাম আজাদ, সরকারি কে এম কলেজের শিক্ষক দেলোয়ার হোসেন, ভাঙ্গা মহিলা কলেজের শিক্ষক দিলীপ দাস প্রমুখ।
সভায় বক্তারা সমাজে ধর্ম, বর্ণ নির্বিশেষে সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করেন।
বিডি প্রতিদিন/হিমেল