বরগুনার তালতলীতে কায়ুমুর রহমান নামের ৭ম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে মদ্যপান করে সহপাঠীকে মারধর করার অভিযোগ উঠেছে। এই অভিযোগে ঐ শিক্ষার্থীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত কায়ুমুর রহমান নিশানবাড়িয়া ইউনিয়নের তাতীপাড়া এলাকার আবু সালেহ'র ছেলে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর ) দুপুর দেড়টার দিকে উপজেলা লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময় এই শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণি কক্ষে গিয়ে মাতলামী শুরু করে। এসময় সে একজন শিক্ষার্থীর উপর চড়াও হয়ে তাকে মারধর করে।
জানা যায়, উপজেলা লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের ৭ শ্রেণির শিক্ষার্থী কায়ুমুর রহমান মদ্যপান পরে স্কুলে আসেন। এরপর ষষ্ঠ শ্রেণিতে গিয়ে এক ছাত্রকে মারধর করে। বিষয়টি শিক্ষকদের কাছে জানালে তাৎক্ষণিক সভা ডেকে ঐ শিক্ষার্থীকে স্থায়ী ভাবে বহিষ্কার করেন স্কুল ব্যবস্থাপনা কমিটি। সকল শিক্ষার্থীদের অবহিত করার জন্য স্কুলের নোটিশ বোর্ড বহিস্কারের একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.গোলাম হায়দার জানান, ৭ম শ্রেণির ওই শিক্ষার্থী মদ্যপান করে করে স্কুলে এসে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করেন। ঐ শিক্ষার্থীর বাবা-মাকে ডেকে বিষয়টি অবহিত করা হয়। স্কুল ব্যবস্থাপনা কমিটির জরুরি সিদ্ধান্ত মোতাবেক ঐ ছাত্রকে বহিষ্কার করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ