বরগুনায় শিশু-কিশোরদের বিনোদনের চাহিদা পুরণ করতে আজ বুধবার ব্যক্তি মালিকানায় প্রথম শিশু পার্ক উদ্ধোধন হয়েছে। বরগুনা জেলা শহরের উত্তর প্রান্তে ২নং গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামে পুরাতন পল্লী বিদ্যুৎ ষ্টেশনের পাশে 'ফান ওয়ার্ল্ড' নামে ওই শিশু পার্কের উদ্ধোধন করা হয়।
উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ, বরগুনা জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম টিটু, বরগুনা জেলা শ্রমিক লীগ নেতা হালিম মোল্লা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম পলাশ, আওয়ামী লীগ নেতা আজমল হুদা মিঠু, সাংবাদিক হিমাদ্রী শেখর কেশব, জাহাঙ্গীর কবির মৃধা প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ