কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া আলহাজ্ব নবী হোসাইন উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংকে লাল কার্ড প্রদর্শন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ (কুমিল্লা) এ আয়োজন করে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদয় শেখর দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন, লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন নিলয়, যুগ্ম সাধারণ সম্পাদক আবু মুসা প্রমুখ।
পরে শিক্ষার্থীরা উন্নত চরিত্র গঠনে মাদক, বাল্যবিবাহ ও ধর্ষণকে না বলে দেশপ্রেমী হওয়ার শপথ নেন। শিক্ষার্থীদের শপথ পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
বিডি প্রতিদিন/হিমেল