চাঁদপুরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে পরিপূর্ণ রূপ দিতে মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। পুরোদমে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছে শিল্পীরা। সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে সিসি টিভি ক্যামেরা স্থাপনের নির্দেশসহ পুলিশ বিভাগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এবার চাঁদপুর সদরসহ ৮ উপজেলায় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
প্রতিমা শিল্পী জীবন পাল বলেন, শরতের নীলাকাশ, কাশ ফুল আর শেফালী ফুলের ঘ্রানে প্রকৃতির মোহনীয় এই মুহূর্তে আনন্দময়ী দুর্গার আগমনী বার্তা জানান দিচ্ছে। এবার মায়ের আগমন ঘোটকে, আর গমন দোলায়। দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা। বর্তমানে চলছে প্রতিমা তৈরির কাজের পাশাপাশি প্রতিমাতে রঙ, তুলির আঁচড় দেয়ার কাজ। তবে কারিগররা বলছেন, প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি ও কারিগর সংকটের ফলে প্রতিমা তৈরি করে তাদের লোকসান গুণতে হয়। শিল্পীরা সরকারের সহযোগিতার দাবি জানান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পূজা পরিষদের নেত্রীবৃন্দসহ সকল কর্মকর্তার সমন্বয়ে পূজাকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রস্ততি সভাও করা হয়েছে।
জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তমার কুমার ঘোষ বলেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসনসহ রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতায় এবারে সার্বজনীন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, দুর্গাপূজাকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি স্থাপন, গুজবে কান না দিয়ে সঠিকভাবে দায়িত্ব পালনে নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান।
বিডি প্রতিদিন/ফারজানা