টাঙ্গাইলে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ বুধবারআন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে জাতীয় সাংবাদিক সংস্থা জেলা ইউনিটের আয়োজনে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল। আলোচনায় অংশ নেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি বুলবুল হাসান, সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক আরমান কবির সৈকত, সাংবাদিক রাইসুল ইসলাম লিটন, ইমরুল হাসান বাবু প্রমুখ।
এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ