নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার ফাজিলপুর এলাকায় রকির ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম নাজমা আক্তার (৪০)। ইতোমধ্যে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের স্বামী কাউছার আলম তুহিন পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু।
তিনি বলেন, নিহত নাজমা দুবাই যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং স্বামীর সাথে এই বিষয়ে আলোচনা করে। কিন্তু স্বামী এতে বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। পরে স্বামী ক্ষিপ্ত হয়ে নাজমা আক্তারকে ছুরিকাঘাত করে। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। অন্যদিকে অভিযুক্ত স্বামীকে আটকের জন্য পুলিশ কাজ করছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ