পটুয়াখালীর কলাপাড়ায় পালিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ ও মহিলা লীগের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যলয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো. মহিববুর রহমান এমপি।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দন প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগ, পৌর শাখা ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে উপজেলা মহিলা লীগ র্যালী শেষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
বিডি প্রতিদিন/এএ