ফরিদপুরের বোয়ালমারীতে ২০২২-২৩ অর্থবছরে খরিফ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোশারেফ হোসাইনের সভাপতিত্বে বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রণোদনা কর্মসূচির মাসকলাই বীজ এবং রাসায়নিক সার বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষকগণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড়। তিনি জানান, কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলায় মোট ১৭০ জন কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় একজন কৃষক প্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন।
বিডি প্রতিদিন/এএম