দাবিকৃত চাঁদা না পেয়ে পাটকাঠি বোঝাই ট্রলারে আগুন দিয়েছে একদল চাঁদাবাজ। আজ বুধবার সকালে মানিকগঞ্জের হরিরামপুরে বাহাদুরপুর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। পাটকাঠি নিয়ে ট্রলারটি রাজবাড়ি থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল।
হরিরামপুর উপজেলার পদ্মা নদীর বাহাদুরপুর এলাকায় পৌঁছালে অন্য একটি ট্রলারে কয়েকজন লোক এসে তিন হাজার টাকা দাবি করে। চাঁদাবাজদের আড়াই হাজার টাকা দিতে চাইলে তারা পাট কাঠিবোঝাই ট্রলারে আগুন ধরিয়ে দেয়।
ট্রলারে আগুন দেখে নদীর পাড়ের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে ট্রলারের আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর ইসলাম বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আরাফাত