‘মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয়’ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের সখীপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে এ দিবস উপলক্ষে বিশেষ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে র্যালি শেষ করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমীন মুকুলের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ সামিউল বাসির, স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. শাহীনূর আলম, আবাসিক কর্মকর্তা ডা. সৈয়দ আব্দুল আহাদ প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর