ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা এবং সড়কে ট্রলিসহ সকল ধরনের অবৈধ যানচলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে পটুয়াখালীর কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোট। শনিবার সকাল ১১টায় পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে এ কর্মসূচির আয়োজন করে। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ শেষে সকল অবৈধ যানচলাচল বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের সভাপতি সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, পৌর মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র হাওলাদার, পৌর শাখার সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো.রাসেল, সদস্য আবু তালেব ইভান এবং দুর্ঘটনায় নিহত পরিবারের স্বজন মিঠু খান ও আজিজ খলিফা প্রমুখ।
বক্তারা সড়কে অবৈধ যান চলাচল বন্ধের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং এসব দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সহায়তা প্রদানের দাবি জানান।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর উপজেলার বালিয়াতলী সড়কে ট্রলি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন প্রাণ হারায়। এসময় গুরুতর আহত হয় অটোরিকশার আরও সাত যাত্রী। এ ঘটনার পর পরই ফুঁসে ওঠে স্থানীয় জনতা।
বিডি প্রতিদিন/ফারজানা