দিনাজপুরের খানসামায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাবেক ইউপি সদস্য আ. বাসেদ সরকার (৮৫) মারা গেছেন। শনিবার দুপুর সাড়ে ১২টায় খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর গ্রামের দামু শাহপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও মৃতের ভাতিজা আ. মান্নান জানান, বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যান তিনি। এরপর আশেপাশের মানুষ টের পেয়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে। পরে স্থানীয় চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।
খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল করা হয়। পরিবারের আপত্তি না থাকায় দাফনের জন্য লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        