৩ অক্টোবর, ২০২২ ১৮:৫৫

৭১-এর গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে শেরপুরে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি

৭১-এর গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে শেরপুরে মানববন্ধন

৭১-এর গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে শেরপুরে মানববন্ধন

জাতিসংঘের মানবাধিকার কমিশনের আলোচনা সভায় ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনী কর্তৃক গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার শেরপুর জেলা সেক্টার্স কমান্ডার্স ফোরামের আয়োজনে শহরের শহীদ বুলবুল সড়ক মোড়স্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন জেলা সেক্টার্স কমান্ডার্স ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা।

সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আখতারুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন উদিচি সভাপতি অধ্যাপক তপন সারোয়ার, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আসম নয়ন সোহেল ও সদস্য হারেজ আলী প্রমুখ। মানববন্ধন শেষ উদিচি সভাপতি অধ্যক্ষ তপন সারোয়ার গণসংগীত পরিবেশন করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর